বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলাম 'এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে' নয়াপল্টনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি: হাসনাত চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার

যত দিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে থাকব: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) আল্লামা মামুনুল হক বলেছেন, যতদিন বেঁচে থাকবো, সত্যের পথে থাকবো, জুলুমের বিরুদ্ধে থাকবো, সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো। যতটুকু পারি ততটুকু করবো, না পারলে আমাদের সমর্থন থাকবে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র.) এতিমখানা ও মাদরাসা এবং মসজিদ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক এবং মাদরাসা-মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বে পরিচিত হতে পারে, তার একটি বড় কারণ হলো সোনারগাঁ। তিনি বলেন, এ অঞ্চলে, পাকিস্তান-ভারত উপমহাদেশের হিন্দুবাদী এলাকায়, সোনারগাঁ ছিল প্রথম স্থান যেখানে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহিব্বুল্লাহ আল বাকী, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী মো. সাইদুর রহমান, সোনারগাঁও থানা শাখা হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদরাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ