সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ইসলাম নারীর মুক্তির সনদ: নুরুস সাবিহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামকে নারী মুক্তির সনদ হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা।

তিনি আরও বলেন, নারীদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় ইসলামে রয়েছে শতভাগ গ্যারান্টি। তাই বিশ্বের সকল মা ও নারী সমাজকে সম্মান আত্মমর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহতালা নির্দেশিত ও মহানবী প্রদর্শিত জীবন ব্যবস্থা ইসলাম ই হচ্ছে একমাত্র রক্ষাকবচ। তাই পথ ভোলা নারী জাতিকে ইসলামের পথে ই ফিরে আসতে হবে।

রোববার (১১ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিটের উদ্যোগে আয়োজিত নারীর অধিকার ও সম্মান কোন পথে শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন।

নুরুস সাবিহা আরো বলেন আজ বিশ্বব্যাপী বিশ্ব মা দিবস উদযাপিত হচ্ছে মা জাতিকে সম্মান করার জন্য অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নারীর সম্মান মায়ের সম্মান মর্যাদা প্রতিষ্ঠায় ঘোষণা দিয়েছিলেন ,মায়ের পদতলের সন্তানের জান্নাত। একজন নারীর জীবনে পূর্ণতা পায় মাতৃত্বে এবং একজন আদর্শবান নারী পারিবারিক বন্ধনে তার পরিবারের সদস্যদের আগলে রেখে এক স্বর্গীয় সুখ অনুভব করে। অথচ তথাকথিত নারীবাদীরা নারী অধিকারের নামে ইসলাম পরিপন্থী প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সম্প্রতি নারী সংস্কার কমিশন কর্তৃক যে সুপারিশ মালা প্রণয়ন করা হয়েছে তা ইসলাম দেশ ও মানবতা বিরোধী এবং সম্মানিত নারী জাতির জন্য খুবই অপমানজনক।

মহিলা ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী হাফেজা বুশরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী সভানেত্রী মিসেস কোহিনুর বেগম, মিসেস জাকেরা রহমান প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ