বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলাম 'এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে' নয়াপল্টনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি: হাসনাত চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার

ইসলামী আন্দোলন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে: শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শুধু বড়লোকদের সুযোগ সুবিধা ও পুনর্বাসনের জন্য কাজ করছে কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশ গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১১ মে) বিকেলে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দোগে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে।

সুনামগঞ্জের শ্রমিকদের কথা বিবেচনা করে ফয়জুল করীম আরও বলেন, যাদুকাটা ও ধোপাজান নদী বৈধভাবে ইজারা দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান করে তাদের জীবন জীবিকার ব্যাবস্থা করে দিতে হবে।

এছাড়াও  ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্ত, ইসলাম ও ধর্মবিরোধী নারীসংস্কার কমিশন বাতিলের জোড় দাবিও জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সেক্রেটারি সোহেল আহমদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামি সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক নুরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান, জুলাই ওয়ারিয়র্স সুনামগঞ্জের সভাপতি ফয়সাল আহমদ, গণঅধিকার সুনামগঞ্জের সহসভাপতি আব্দুল বারী সিদ্দীকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুস সাকিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সেক্রেটারি হাফিজ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ কামাল হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মুফতি জুবায়ের আলম, দিরাই উপজেলা সভাপতি মাও. রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাও. আব্দুস শহীদ, পৌর সভাপতি রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহসভাপতি ইব্রাহীম হাসনাত, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুর রশীদ প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ