বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলাম 'এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে' নয়াপল্টনে মোসাব্বিরের জানাজা সম্পন্ন আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি: হাসনাত চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার

কুষ্টিয়াতে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ মে) সকাল ১০টায় সদর মডেল মসজিদের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া পৌর শাখা ও সদর উপজেলার ইউনিয়নসমূহের দায়িত্বশীলদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয। 

কুষ্টিয়া সদর থানা শাখার সভাপতি মুফতি বশির উদ্দিনের সভাপতিত্বে ও থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল খালেক ও সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কাজগুলো প্রতিটি শাখায় জোরদার করার জন্য সকল দায়িত্বশীলদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং পৌর ও ইউনিয়ন শাখার নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ