শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি

ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার  ( ভোলা প্রতিনিধি )

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সদ্য নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম। আসন্ন জাতীয় নির্বাচনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী।

লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকের ছোট ভাই।

বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী।

তিনি বলেন, "জামায়াতে ইসলামি মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার লালসা নিয়ে নয়। নতুন প্রজন্ম একটি নতুন ও মানবিক বাংলাদেশ দেখতে চায়, বৈষম্যমুক্ত সমাজ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবির একটি মাষ্টারমাইন্ড হিসেবে কাজ করছে।"

তিনি আরও বলেন, "৫ আগস্ট শাহাদাৎবরণকারী সকল শহীদের প্রতি স্যালুট। ওই দিন আমাদের গণতন্ত্রের বিপ্লব ঘটেছে, কিন্তু ইসলামের বিপ্লব এখনো হয়নি। আমরা গণতন্ত্রের বিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধন করতে চাই। কারণ ইসলামী বিপ্লবই পরকালের মুক্তির পথ।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ভোলা জেলা সহ-সেক্রেটারি মাওলানা মো. আখতার উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. হারুনুর রশিদ এবং লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ