শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি

চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, যে সকল দেশীয় পণ্যে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারে তন্মধ্যে চামড়া শিল্প অন্যতম। চামড়া শিল্প বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং বাংলাদেশ সরকার এটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে আসছে। দেশের বেকারত্ব বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এ শিল্পের ভূমিকা রয়েছে। কিন্তু বিগত পতিত সরকার প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় বৃহৎ এই শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে। বর্তমান সরকারের উচিত দেশের চামড়া শিল্পকে রাহুমুক্ত করা। 

এই শিল্পকে পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সরকারি নীতিমালা প্রণয়ন করা। সর্বোপরি চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন তিনি। 

গাজী আতাউর রহমান আরো বলেন, ট্যানারি মালিকদের কিছু ব্যাংক লোন দিয়ে ঈদের আগের দিন চামড়ার মূল্য নির্ধারণ করা-ই  সরকারের কাজ নয়। বরং বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে তা ১০০০ বিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। যার ৩০ শতাংশ দখল করে আছে চীন। সেই বাজারে বাংলাদেশের সন্তোষজনক অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ তৈরি করা দরকার। চামড়া শিল্পকে ভঙ্গুর দশায় নিয়ে যেতে সিন্ডিকেট করে যারা কারসাজি করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ