শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি

আদালত স্বাধীন হলেই ন্যায়বিচার সম্ভব: নূরুল ইসলাম বুলবুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আদালত স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, “বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণেই আজ ন্যায়বিচার বারবার বাধাগ্রস্ত হচ্ছে। যার জ্বলন্ত উদাহরণ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।”

শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিল ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন ছিল এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে শুকরিয়া আদায়ের অংশ হিসেবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে স্বীকৃত হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় এটিএম আজহারুল ইসলামের ওপর অবিচার করা হয়েছে। সরকার দলীয় ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও সাজানো সাক্ষীর ভিত্তিতে তাকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়। এমনকি যার হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল, সেই পরিবারের কাউকেও সাক্ষী হিসেবে হাজির করা হয়নি। কারণ, অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

তিনি আরও বলেন, “দেশের সর্বোচ্চ আদালত এই অবিচারের অবসান ঘটিয়ে আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন। এ রায় প্রমাণ করে, যদি আদালত স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে ন্যায়বিচার নিশ্চিত হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতে ইসলামীর মহানগর নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আপনার সংবাদমাধ্যমের ধরনে চাইলে এটি আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত সংস্করণে তৈরি করে দিতে পারি। প্রয়োজন হলে হেডলাইন ও সাবহেডলাইনেও সহায়তা করতে পারি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ