রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: আব্দুর রব ইউসুফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আব্দুর রব ইউসুফি বলেছেন, “সংস্কার এবং নির্বাচন—উভয়ই একসাথে চলতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।”

আজ, ১৫ জুন রবিবার, দিরাই জমিয়তের উদ্যোগে দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। শাখা সভাপতি মাও. মুহিউদ্দীন কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. মুখতার হোসাইন চৌধুরীর পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি জুনাইদ আল হাবিব। তিনি বলেন, “আলেমদের মাইনাস করে এবার সংসদীয় নির্বাচন সম্ভব নয়। এবার সংসদে আলেমদের প্রতিনিধি থাকতে হবে, এবং এজন্য দিরাই-শাল্লায় ড. শুয়াইব আহমদের কোনো বিকল্প নেই।”

এছাড়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, “দিরাই-শাল্লার এ আসনে ড. শুয়াইব আহমদ জমিয়তের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজকের এই গণসমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। দিরাইয়ের আকাশে বাতাসে এখন শুধু জমিয়ত আর জমিয়ত।”

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল বছির, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা কিফায়ত উল্লাহ আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মোশাররফ হুসাইন চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি এম হাসান আহমদ চৌধুরী, পৌর যুব জমিয়ত সভাপতি বুরহান আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি সুহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।

গণসমাবেশে বক্তারা ড. শুয়াইব আহমদকে দিরাই-শাল্লার জন্য আদর্শ প্রার্থী হিসেবে চিহ্নিত করেন এবং তার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ