রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

লন্ডনে জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা গতকাল রোববার (২২ জুন) অনুষ্ঠিত হয়। 

লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের কেন্দ্রীয় ও লন্ডন মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি ইউকে জমিয়ত ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী (সুনামগঞ্জ-৩)।

হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সহ-সভাপতি ইউকে জমিয়ত ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী (সিলেট-২)।মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাধারণ সম্পাদক, ইউকে জমিয়ত। মাওলানা নাজমুল হাসান, জয়েন্ট সেক্রেটারি লন্ডন মহানগর জমিয়ত ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী (সুনামগঞ্জ-৪)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কহাজী মোহাম্মদ খালিছ মিয়া, হাজী মোহাম্মদ লাক মিয়া, হাফিজ জিয়াউদ্দীন, মাওলানা মঈন উদ্দীন খান, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা জামাল, মাওলানা দিলোয়ার হোসাইন, হাফিজ মাওলানা সৈয়দ মুমিন আহমদ এবং মোহাম্মদ জামিল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই অঞ্চলের বেশ কিছু দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মুফতি আবদুল মুনতাকিম বলেন, জাতিগত মুসলিম নিধনে ব্যস্ত একটি বিশ্ব সন্ত্রাসীর নির্মম হত্যাযজ্ঞ কে শক্ত হাতে রুখে দাঁড়ানোর পরিবর্তে এ মুহূর্তে ইরানের উপর মার্কিন হামলা সমগ্র পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়ার নামান্তর। এ হামলার কারণে বিশ্বের শান্তি ও নিরাপত্তা এই মুহূর্তে মারাত্মক হুমকির সম্মুখীন। এমন করুণ পরিস্থিতিতে দেশে দেশে, এলাকা এলাকায় যখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন সমধিক, এমতাবস্থায় কিছুসংখ্যক অপরিণামদর্শী মানুষকে অহেতুক বিতর্ক সৃষ্টি, অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের বিরক্তিকর অবতারণা এবং নিজেদের মধ্যে ‘মায়নাস পলিসি’ জিইয়ে রাখার চেষ্টায় অহর্নিশি ব্যস্ত থাকতে দেখা যায়, যা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আত্মহত্যার নামান্তর মনে হয়।

মুফতি আবদুল মুনতাকিম আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শতাব্দীর প্রাচীনতম সংগঠন। অনুসরণীয় পূর্বসূরীদের উত্তরাধিকার বহনকারী একটি আমানত। এমনি একটি মহান সংগঠনের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতির বৈশ্বিক মোকাবেলা সময়ের অপরিহার্য দাবি। যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এ দাবি পূরণের চেষ্টায় যেসব অনৈক্য সৃষ্টিকারীরা বাধা হয়ে দাঁড়ায়, তারা কখনো ইসলামের সত্যিকার বন্ধু হতে পারে না। বাংলাদেশে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবর্গ বিশেষত মহাসচিব আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দীর সময়োপযোগী ভূমিকা ও বক্তব্য এ মুহূর্তে হাজারো স্বাধীনতাকামী মানুষের মধ্যে আশার আলো সঞ্চারিত করছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে জমিয়তের সম্ভাব্য প্রার্থীদেরকে সমর্থন ও অভিনন্দন জানান এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর জোর দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ