রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

নীলফামারীর তিনটি আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি হাতপাখার প্রার্থী ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৩ জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে নীলফামারী জেলা শাখা আয়োজিত এক জনসভায় দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন এবং নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়।

এ সময় মুফতি ফয়জুল করীম উপস্থিত জনতার সামনে প্রার্থীদের পরিচিত করিয়ে দেন এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শায়খে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলনের কথার সঙ্গে কাজের মিল আছে। আমরা আগেও যা বলেছি, এখনও তাই বলছি। ইসলাম মানে শান্তি, আর আমাদের মার্কার মধ্যেও সেই শান্তি আছে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে জানে না, যারা নৌকা প্রতীক নেয় তারা নৌকা চালাতে জানে না, যারা লাঙ্গল প্রতীক নেয় তারা হালচাষ করতে জানে না। অথচ এগুলো গরীব মানুষের প্রতীক। এসব প্রতীক নিয়ে নির্বাচন করা লোকজন একজনও গরীব নয়, তারা গরীবদের সঙ্গে প্রতারণা করে। ইসলামী আন্দোলনের মার্কা ‘হাত পাখা’— যেটা গরীব, ধনী, হিন্দু, মুসলমান, সবাই ব্যবহার করতে পারে। এই প্রতীকে শান্তি আছে, আন্তরিকতা আছে, ইসলামের মূল্যবোধ আছে।

এ সময় তিনি দেশের ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামি দলগুলো যদি আজ ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট বা চাঁদাবাজ শক্তি ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিলে এ দেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সে জন্যই আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম ও ইসলামী যুব আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ