রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার অবসান ঘটিয়ে পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদালতের আদেশের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দলটির নিবন্ধন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও পুনর্বহাল করা হয়েছে।

এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্রের অভিযোগে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে অন্তর্ভুক্ত করা হয় এবং এটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এর পরের বছর, ২০১৭ সালের ৮ মার্চ নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত অনুসরণ করে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নির্বাচনী তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে।

দীর্ঘ প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর এবার পুরনো প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়ে দলটি নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ