রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এ সমাবেশের মাধ্যমে দলটি ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন, গণহত্যার বিচার নিশ্চিতকরণ, প্রবাসীদের ভোটাধিকার, এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিগুলো উত্থাপন করবে।

বুধবার (২৫ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পরিচালক মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও সেলিম উদ্দিন, মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও কামাল হোসাইন।

এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামও বৈঠকে উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ