রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


সংবিধানে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। মূলনীতিতে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশী শক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে তারা এসব কথা বলেন।

বৈঠকে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত লুটপাট, গুম, হত্যা, নির্যাতন ও গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ চূড়ান্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্নের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে। 

ঐক্যের উপর জোর দিয়ে নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি যাতে আর সংগঠিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক ইসলামী শক্তির সুদৃঢ় ঐক্য অটুট রাখতে হবে। প্রয়োজনে আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনা সুরক্ষার স্বার্থে এই ঐক্যের বিকল্প নেই।

বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমীর আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ