রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

‘জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এজন্য হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩০ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুর্নিমাগাঁতী ইউনিয়ন শাখা আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, খেয়াল করে দেখবেন এবার হিন্দুরা জামায়াতে ইসলামীকে ভোট দেবে। হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। নাগরিক হিসেবে সব নাগরিক অধিকার তারা পাবে। মুসলমান যেমন তাদের ধর্মীয় অধিকার পালন করে, হিন্দুরাও তেমনভাবে তাদের ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। ইসলামী সরকার হিসেবে অমুসলিমদের সব ধর্মীয় উৎসব পালনে নিশ্চয়তার গ্যারান্টি দেবে।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াত ক্ষমতায় এলে মহিলাদের ঘরে রাখব না। মহিলারা হচ্ছে মায়ের জাত, তাদের স্থান সবার উপরে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মহিলাদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই থাকবে। মহিলারা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে। মহিলারা ব্যাংকের ম্যানেজারও হবে, আমরা শুধুমাত্র জায়গাটা আলাদা করে দেব। মা বোনদের ব্যাংকে গিয়ে পুরুষের সঙ্গে লাইন ধরে কিংবা ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না। মহিলারা যে ব্যাংকে যাবেন, সেই ব্যাংকের ম্যানেজার থেকে সবাই হবেন মহিলা।

রফিকুল ইসলাম খান আরও বলেন, আমরা ক্ষমতায় বসতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা রাজা হব না। জনগণকে আমরা প্রজা বানাবো না। আমরা হবো জনগণের সেবক। আমরা বিশ্বাস করি আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ভয় করব না, নির্ভরশীল হব না এবং সাহায্য চাইব না।

তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম হতে দেব না। বাংলাদেশের মানুষ এই বিষয়ে বদ্ধপরিকর।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক আব্দুল বারীসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ