রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

শিক্ষার্থীদের ওপর হামলার আশঙ্কা এনসিপি নেতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পটিয়া থানার ওসির বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ধ্যা বা রাতে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির নেতা আরিফ সোহেল। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি।

আরিফ সোহেল তার পোস্টে বলেন, পটিয়ায় ফ্যাসিস্ট দোসর ওসির বিচারের দাবিতে রাজপথে থাকা ভাই, বোনদের ওপরে সন্ধ্যায় বা রাতের অন্ধকারে আর্মি-পুলিশ-র‍্যাব একত্রে হামলা চালাতে পারে, এমন সম্ভাবনা আঁচ করছেন অনেকে।

তিনি বলেন, এমনটা হলে সেটা হবে পুরনো ব্যবস্থার অনুগামী প্রশাসন ও কাঠামোর কফিনে সর্বশেষ পেরেক! আমাদের একজন কমরেডের গায়ে হাত পড়লেও আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে! 

তিনি আরো বলেন, এদিকে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সরাসরি বিপরীতে দাঁড়িয়ে, প্রতিনিয়ত রাষ্ট্রীয় সহিংসতার সম্ভাবনার মুখে লড়াই চালিয়ে যাওয়া ভাই, বোনদের এই উদ্যম ও সংকল্পকে ‘রাষ্ট্রীয় সমর্থনে সহিংসতা’ আখ্যা দিতে চাচ্ছেন কিছু কিছু বুদ্ধিজীবী।

এই রাষ্ট্রীয় সমর্থনটা কই? যখন রাষ্ট্রেরই পুলিশ জনতাকে পেটাচ্ছে, রাষ্ট্রের বাহিনীগুলোই উন্মুখ হয়ে আছে হামলার উদ্দেশ্যে? এসব জনবিচ্ছিন্ন, লড়াইয়ের ময়দান থেকে ডিটাচড, বুকিশ তাত্ত্বিক ও তত্ত্ব নয় বরং জীবন্ত, সজীব তত্ত্ব ও সংগ্রামের প্র‍্যাক্সিসই নতুন বাংলাদেশের পথ দেখাবে।

এসএক/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ