সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

মামলার দাবিকে ভিত্তিহীন বললেন মুফতি আবরার, চাইলেন ভুয়া সংবাদের প্রতিকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্প্রতি অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদনে দাবি করে, পাকিস্তানে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ‘জিহাদে’ বাংলাদেশের কয়েকজন যুবক জড়িত হয়েছেন এবং এদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সাভারে দায়ের করা একটি মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের একজন মুফতি রেজাউল কারীম আবরার। তবে এ অভিযোগকে 
ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন তরুণ ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজ মুফতি রেজাউল কারীম আবরার।

 
আওয়ার ইসলামের সঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন এমন এক ‘নিউজ’ করেছে, যেখানে বলা হয়েছে—আমার নামে মামলা হয়েছে, তাও ‘জঙ্গি মামলা’! নতুন বাংলাদেশের বয়স এক বছরের কাছাকাছি হলেও পুরনো তামাশা কেন বন্ধ হচ্ছে না? কেন এখনো আমাদের এসব ফাতরামির শিকার হতে হচ্ছে?’
মুফতি রেজাউল কারীম আবরার বলেন, ‘আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দীনকে বিজয় করার জন্য। আমাদের ভয় দেখিয়ে, নাম জড়িয়ে দিয়ে কিংবা মামলা দিয়ে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জানে রেজাউল করীম আবরার কী করে, চেনে তারা রেজাউল কারীম আবরারকে।’
মুফতি আবরার জোর দিয়ে বলেন, ‘এই ধরনের ভুয়া সংবাদ প্রকাশ করে যারা নতুন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে—তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নতুন বাংলাদেশে আমরা আর তামাশা দেখতে চাই না।’

মুফতি রেজাউল কারীম আবরার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সম্মানজনক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ