রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

“হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা দেশের মানুষকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের বিভাজনে ফেলে দিয়েছিলেন। তিনি মুজিববাদী আদর্শের নামে রাষ্ট্রকে দুটি শিবিরে ভাগ করে রেখেছিলেন।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—দেশ এখন বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছি—যেখানে থাকবে শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের সম্মান ও অধিকার।”

তিনি দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আর সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন ভোলার মানুষ। এই ভূমি শহীদ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।”

এর আগে বরিশাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুরে ভোলায় এসে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। র‌্যালিটি বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার ঘুরে শেষ হয় ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ভোলায় এনসিপির পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে জাতিকে দুইভাগে ভাগ করা হয়েছিল। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ