সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

“হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা দেশের মানুষকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের বিভাজনে ফেলে দিয়েছিলেন। তিনি মুজিববাদী আদর্শের নামে রাষ্ট্রকে দুটি শিবিরে ভাগ করে রেখেছিলেন।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—দেশ এখন বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছি—যেখানে থাকবে শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের সম্মান ও অধিকার।”

তিনি দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আর সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন ভোলার মানুষ। এই ভূমি শহীদ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।”

এর আগে বরিশাল থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুরে ভোলায় এসে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। র‌্যালিটি বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার ঘুরে শেষ হয় ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ভোলায় এনসিপির পদযাত্রা শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে জাতিকে দুইভাগে ভাগ করা হয়েছিল। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ