রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

জাতিসংঘ মিশন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। আগামী শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেইটেসহ সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। 

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপনসংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে গতকাল শুক্রবার (১৮ জুলাই)। ইসলামি দলগুলোর আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই সরকার এই সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ হন ইসলামপন্থীরা। 

ইতোমধ্যে হেফাজতে ইসলাম সরকারকে কড়া বার্তা দিয়েছে। আলোচিত সংগঠনটি বলেছে, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া অন্যান্য ইসলামি দলের পক্ষ থেকেও এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ