বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের ২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন শনিবার (১৯ জুলাই) দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল সাঈদ নোমান ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে কার্যকর কাঠামো ও কর্মীবাহিনী গড়ে তুলতে মহানগর শাখাসমূহকে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
তিনি জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।
অধিবেশনের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর দারসুল কুরআন পেশ করেন সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ।
সভায় মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক অধিবেশনে মহানগরীর আওতাধীন সকল থানার পেশকৃত ষান্মাসিক রিপোর্টসমূহ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, মাওলানা আবুল কাশেম মিয়াজী, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আব্দুল কাদের সিরাজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ নাটোরী; সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমীন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আলম সিদ্দিক, মাওলানা আব্দুল আজিজ কাসেমী, মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই এবং মাওলানা আখতারুজ্জামান হাফেজ্জী প্রমুখ।
এনএইচ/