জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার আওতাধীন সদর উপজেলা জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সদর থানার আহ্বায়ক মাওলানা ইসহাক ভূইয়ার সভাপতিত্বে ও জেলা জমিয়তের সদস্য সচিব মুফতি রাকিব হাসানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা জমিয়তের আহ্বায়ক সাবেক সফল সভাপতি মুফতি আব্দুর কাসেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, মাধবদী থানা জমিয়তের সভাপতি মাওলানা ফারুক মিয়া কান্দাবি, সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ।
প্রধান অতিথি জমিয়তের ইতিহাস ঐতিহ্য অবদান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে জমিয়তের কাজকে বেগবান করার জন্য উপস্থিত নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। জুলাই আগস্টে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সকল শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা সহ হত্যাকারীদের বিচারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানান।
কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকিকে সভাপতি মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুফতি নুরুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
পরিশেষে কাউন্সিলের প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
এনএইচ/