রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

জমিয়তের ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা বিভাগের ১৮টি সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের বৈঠক দলের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী,সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী,সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক মুফতি আফজাল হোসাইন রাহমানী।

আরও উপস্থিত আছেন প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার মুফতি নুর মুহাম্মদ কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,

দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম,ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মাওলানা আবদুর রহিম কাসেমী,, মাওলানা নাজমুল হাসান বিন নুরী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা কামাল উদ্দীন দায়েমী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ