জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা বিভাগের ১৮টি সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের বৈঠক দলের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী,সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী,সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক মুফতি আফজাল হোসাইন রাহমানী।
আরও উপস্থিত আছেন প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার মুফতি নুর মুহাম্মদ কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,
দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম,ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মাওলানা আবদুর রহিম কাসেমী,, মাওলানা নাজমুল হাসান বিন নুরী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা কামাল উদ্দীন দায়েমী প্রমুখ।
এনএইচ/