রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

 ‘দেশে শান্তি ও নিরাপত্তা চাইলে ইসলামি রাজনীতির বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তৃণমূলে বিস্তৃত করার লক্ষ্যে এক দাওয়াতি মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা হাবীবুর রহমান জাহান এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা শাহ ফয়ছল আমীন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মু’তাসীম বিল্লাহ জালালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন এবং নির্বাহী সদস্য মাওলানা ওলীউল হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভী আব্দুল মালিক, হাফিজ মনছুর আহমদ, মাওলানা আবু ইউসুফ শিবলী, মাওলানা আনয়োরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী, হাফিজ মুফলেহ আহমদ, মাওলানা শাহ মমশাদ আমীন সাজু, মাওলানা রুহুল আমীন জাকারিয়া, জুবেল আহমদ, ফখর উদ্দিন, ইমাদ জামিল, নাঈম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে শান্তি ও নিরাপত্তা চাইলে ইসলামি রাজনীতির বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রমকে জোরদার করতে পারলেই খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তাবিত পথনির্দেশনায় জনগণের মুক্তির বার্তা নিহিত রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ