শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ঝিনাইদহে ফ্যাসিস্ট বিরোধী মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ 

ফ্যাসিস্ট হাসিনার পলাতকের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার যোহরের নামাজের পর ঝিনাইদহ শহরে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান খান লাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি উসমান গনী সরকার।

এছাড়াও কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম, সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলাম এবং অফিস সম্পাদক হাফেজ ইমদাদ হুসাইন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাফেজ উসামা হক এবং সাধারণ সম্পাদক হাফেজ রিফাত হুসাইন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার এখনই সময়। তারা জনগণকে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শান্তিপূর্ণ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ