সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পাকিস্তানের সেনাপ্রধান রাষ্ট্রপতি হচ্ছেন গুঞ্জনে যা জানাল আইএসপিআর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক মুখপাত্র সংস্থা আইএসপিআর।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সেনাপ্রধান আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনাই নেই। এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমন গুজব অস্বীকার করে বলেন, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হয়নি এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন—এমন কোনো ঘটনাও ঘটেনি। বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান একসঙ্গে কাজ করছেন দেশের অগ্রগতির লক্ষ্যে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী—যিনি সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত—সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, এই তিন শীর্ষ নেতৃত্বকে ঘিরে ছড়ানো কুৎসিত গুজব উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। কারা এই অপপ্রচারের পেছনে রয়েছে, সে বিষয়ে সরকার অবগত বলেও তিনি জানান।

একই সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ভারত যদি নতুন করে আগ্রাসনের চেষ্টা করে, তাহলে পাকিস্তান পাল্টা জবাব দেবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তার ভাষায়, “প্রতিক্রিয়া শুরু হবে পূর্ব দিক থেকেই, আর পাকিস্তান যেকোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ