সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৫ আগস্টের বিজয় কোনো একক দলের মাধ্যমে সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের অবদান আছে। সমাজের নানা শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমেছেন বলেই এই বিজয় এসেছে।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে লন্ডনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এটি ছিল সাবেক মন্ত্রী, নৌবাহিনীর প্রধান ও ডা. জুবায়দা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত সভা।

তারেক রহমান বলেন, “মাহবুব আলী খান ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। দেশের জন্য তিনি কাজ করেছেন। আমরাও রাজনীতি করি দেশের মানুষের কল্যাণে। আজকে দেশে একটি পরিবর্তন এসেছে, মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে। এখন আমাদের দায়িত্ব সেই পরিবর্তনের সুযোগ কাজে লাগানো।”

তিনি আরও বলেন, “এই যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা একটি বিপ্লবের ফল। এটি রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তবে এটা কেবল দলের পক্ষে সম্ভব ছিল না—এতে জনগণের, প্রবাসীদের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নাগরিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

প্রবাসীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি নিজেও প্রবাসে আছি প্রায় ১৭ বছর। আপনারাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারবিরোধী সচেতনতা ছড়িয়েছেন। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক সরকারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদীক মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ