সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “দেশে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র উত্তরণের দিন ৫ আগস্ট হলেও সেটি চূড়ান্ত বিজয় নয়। যেদিন জনগণ স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয়।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “ঘোষণাপত্র পাঠের আগ পর্যন্ত অনেকটাই আতঙ্কে ছিলাম। এখনো বলতে পারি না আমরা পুরোপুরি আশঙ্কামুক্ত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যেন সময়মতো নির্বাচন সম্পন্ন করতে পারে, সে জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।”

‘আগে সংস্কার, আগে বিচার, পরে নির্বাচন’— এই বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, “পিটুনী তো আমরাও খেয়েছি, সন্তান তো আমরাও হারিয়েছি। শেখ হাসিনার বিচার যদি না করি, তাহলে করবে কে? তবে সেই বিচার হবে দেশের প্রচলিত আইনের মাধ্যমে। আমরা বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করবো না, বরং তারা তাদের বিবেক ও আইন অনুযায়ী অপরাধ নির্ধারণ করবেন—এটাই আমরা চাই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উননবী ডন, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ