সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আগামী নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে বলে আবারও জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে তিনি বলেছেন, এই পদ্ধতি হলে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী উচ্চ বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির সালাহউদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে? পিআর খায় না মাথায় দেয়। পিআর খায়ওনা মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।

বিএনপির দিকে ইঙ্গিত করে পীর সাহেব চরমোনাই বলেন, পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরেই সংবিধানকে নিজেদের লেখা একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটি আর থাকে না। পিআর নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়।

মুফতি রেজাউল করীম বলেন, আমরা ৫৩ বছর নির্বাচন দেখেছি, কিন্তু ৫৩ বছরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কী দেখেছি? দিনের ভোট রাতের বাক্সে চলে যায়। কালো টাকার দৌরাত্ম্যের ও পেশিশক্তির কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারেনি। আপনারা দেখেছেন এই পদ্ধতিতে নির্বাচনে ৩০-৪০% ভোট ১০০% লোকের নেতৃত্ব দিয়ে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। আমরা ঘোষণা করেছি, যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকেসহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে আমরা আর ভারতের দালাল হতে চাই না,  আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার আপনার৷

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ