সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাজার হাজার মালয়েশিয়ানের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরাইল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ রাত বাড়ার সাথে সাথে বিপুল জনসমাগম হয়।

এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি রাত ১১টা পর্যন্ত চলে। এতে, বক্তৃতা, কবিতা পাঠ এবং গাজা থেকে বিশেষ সরাসরি সম্প্রচার করেছে।

দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় ৫ হাজার মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে ইসরায়েলের ধ্বংস কামনা করেন। অন্যদের হাতে ছিল ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ লেখা প্ল্যাকার্ড।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধ দখলদার তেল আবিবের হামলায় এখন পর্যন্ত শিশুসহ ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ