শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কয়েক দল ঘুরে ইসলামী আন্দোলনে ফিরলেন চারবারের সাবেক এমপি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

কয়েকটি দল ঘুরে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশে ফিরলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. রুস্তম আলী ফরাজি। গতকাল শনিবার (১৬ আগস্ট) তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়।

তিনি এ আসনে তিনটি দল থেকে চারবার এমপি নির্বাচিত হন। একবার বিএনপি, একবার জাতীয় পার্টি (জাপা), একবার মহাজোট এবং একবার স্বতন্ত্র এমপি হন। সবশেষ গত বছর ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রর্থী হয়ে পরাজিত হন। 

জানা গেছে, ডা. রুস্তম আলী ফরাজি ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর ফের ইসলামী আন্দোলনের সঙ্গে যোগাযোগ করেন। 

ডা. ফরাজি ১৩টি বাসে অনুসারী নিয়ে গতকাল দুপুরে চরমোনাই দরবারে যান। পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে ওই দলে যোগ  দেন। ওই অনুষ্ঠানে পীর সাহেব তাকে পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা দেন।

ডা. রুস্তম আলী ফরাজি গণমাধ্যমকে বলেন, নতুন যোগদান নয়, তিনি পুরোনো সদস্য পদ নবায়ন করেছেন। 

ডা. রুস্তম প্রথম এমপি হন ১৯৯৬ সালে জাপার প্রার্থী হয়ে। ১৯৯৮ সালে জাপার ভাঙনে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিতে যান। পরে বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে এ দলের এমপি হন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন আওয়ামী লীগের এমপিকে পরাজিত করেন। তখন এমপি হয়ে তিনি ফের জাপায় যোগ দেন। ২০১৮ সালে জাপার প্রার্থী হিসেবে মহাজোটের সমর্থনে এমপি হন। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়াসহ বিভিন্ন অভিযোগে জাপার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এর জেরে গত বছর ৭ জানুয়ারির নির্বাচনে জাপা তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ