শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির তীব্র নিন্দা জমিয়তের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিকৃত মানসিকতার অধিকারী ও সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কর্তৃক বিশিষ্ট গবেষক ও  লেখক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্য হত্যার হুমকি প্রদানের ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এই হুমকিদাতা  কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত নয়, বরং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।  

জমিয়ত নেতৃদ্বয় আরো বলেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে পরিচিত একটি নাম। তিনি বহু বই ও গবেষণাপত্র রচনা করেছেন, যেখানে ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণ রয়েছে।

আসিফ মাহতাব উৎস। তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখক, সমাজ বিশ্লেষক ও বক্তা হিসেবে উৎস ইতিমধ্যেই দেশব্যাপী পরিচিত। তার লেখনি ও বক্তৃতায় ইসলামি আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তরুণদের মাঝে তিনি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নেতৃদ্বয় বলেন,ড.সরোয়ার ও আসিফ মাহতাব উভয়েই ধর্ম ও সমাজবিরোধী অপচেষ্টা, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি ও বিকৃত চিন্তা-চেতনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী। তাই তাদের বিরুদ্ধে হুমকি শুধু ব্যক্তি নয়, বরং চিন্তার স্বাধীনতার ওপর আঘাত। 

তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরী রেবিলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ