সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এলাকা থেকে এবার রিকশা প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। 

মঙ্গলবার (১৯ আগস্ট) জোহর নামাজের পর কুলিয়ারচর বাজার মসজিদে সকল ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই মাওলানা আতাউল্লাহ আমীনকে নির্বাচিত করার ওয়াদা করেন। এরপর তিনি এলাকায় গণসংযোগ শুরু করেন।

সভায় মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘ভৈরব-কুলিয়ারচরে ইসলামি জনতার পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আমাকে প্রার্থী করেছে। আমি সর্বশ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করব, কারো প্রতি বৈষম্য করব না। যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সকল ধর্মের মানুষ যেন নিজ অধিকার নিয়ে চলতে পারে সেই পরিবেশ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।’

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর শাখার সভাপতি মাওলানা নাসিরউদ্দিন রহমানি। 

এছাড়া উপস্থিত ছিলেন কুলিয়ারচর নুরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, বাজরা মাদরাসার মুহতামিম হাফেজ আমির উদ্দিন, কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ আনওয়ার, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফয়জুল্লাহ আজিজী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ