শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আবারও সিটি স্ক্যানের জন্য নেওয়া হলো নুরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে পুনরায় সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়েছে।

নুরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, নুরকে আবারও সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে একটি ভিডিওও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নুরকে স্ট্রেচারে করে চিকিৎসক ও দলের নেতাকর্মীদের সহযোগিতায় লিফটে উঠানো হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নুর ভাইকে আবারও সিটি স্ক্যান করার জন্য নেয়া হচ্ছে!’ এডমিনের পক্ষ থেকে পোস্টটি করা হয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

নুরের সেই পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। অনেকেই লিখেছেন, ‘আল্লাহ ভাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।’ কেউ কেউ তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ