বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

দুঃস্থ নারীদের মাঝে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মণিরামপুরে “মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশন”-এর উদ্যোগে দু:স্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মণিরামপুর দারুল উলুম ইলাহি বক্স মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় নারী-পুরুষদের মধ্যে মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন, “আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে নিম্নবিত্ত পরিবারগুলো উপার্জন করে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠুক। কিছু এনজিও ঋণের নামে চড়া সুদের বোঝা চাপিয়ে দেয়, যা সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাই সমাজ সেই সুদের কবল থেকে মুক্তি পাক।”

অনুষ্ঠান পরিচালনা করেন যুব জমিয়ত বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আশরাফ ইয়াছিন। এছাড়া বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য মুফতী আশফাকুল আনোয়ার ইয়ামিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাসান আল মামুন, মাওলানা মারুফ প্রমুখ। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম মণিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, নাসিম খান, তালহা বিন রশীদ প্রমুখ।

ফাউন্ডেশন ইতিপূর্বে সিলেট, কুমিল্লা ও ফেনীর বিভিন্ন অঞ্চলে বন্যার সময় মানবিক সহায়তা প্রদান করেছে। স্বাবলম্বী প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১১০ অসহায় নারী-পুরুষকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সেলাই মেশিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন কুলিপাশা গ্রামের আজহারুল ইসলামের বিধবা স্ত্রী ও তাদের তিন সন্তান, মোছাঃ মোমেনা (বিজয়রামপুর), মর্জিনা বেগম (তেঁতুলিয়া), সোনিয়া (বিজয়রামপুর), সুমাইয়া (জুড়ানপুর), পারুল (তেঁতুলিয়া), মুরশিদা (ভরতপুর), লাখিমা (সুন্দরপুর), ফাহিমা (মণিরামপুর), মাজেদা (দুর্গাপুর), শিরিনা আক্তার (বিথী), পলি আক্তার (দুর্গাপুর), পপি খাতুন (কুলিপাশা), খাদিজা খাতুন (দূর্বাডাঙ্গা), লাইলি বেগম (বিজয়রামপুর) ও নাছরিন (জয়পুর) প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ