বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

‘নতুন করে কোনো ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয়, সতর্ক থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেছেন, “আগামীতে যেন নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটি। হাজারো প্রাণের বিনিময়ে মানুষ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখনো অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্রের উঁকিঝুঁকি দেখা যাচ্ছে। তাদের সতর্ক করে বলতে চাই, এই দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয় জয় করতে শিখেছে—এখন তাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।”

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, “চব্বিশের পাঁচ অগাস্টের পরে একটি দল বাজার দখল আর চাঁদাবাজিতে নেমেছে। এরা দেশকে অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাই এ দেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজকে দেখতে চায় না।”

রাষ্ট্র পরিচালনায় ইসলামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই দেশের মানুষ নানা দলের আদর্শ ও শাসন দেখেছে। এখন সময় এসেছে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করার। আগামীতে মানুষ ইসলামকেই স্বাচ্ছন্দ্যে বেছে নেবে।”

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই পৌর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকেল নাগাদ জনতার ঢল মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রায়পুরায় সাম্প্রতিক সময়ে এত বিপুল মানুষের উপস্থিতি আর কোনো জনসভায় দেখা যায়নি।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, হেফাজতে ইসলাম নরসিংদীর সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব প্রমুখ।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সভায় রায়পুরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানকে আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। উপস্থিত জনতা স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ