শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


কেন দেশেই বাইপাস সার্জারি, জানালেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির পর দেড়  মাস বিশ্রামে থেকে আজ দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এমন সময় বিদেশে চিকিৎসা গ্রহণ না করে দেশে বাইপাস সার্জারি করার কারণ জানান তিনি।   

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের জানান, তাকে হাসপাতালে ভর্তির পর তার শরীরে এনজিওগ্রাম করানো হয়। তখন চিকিৎসকরা তাকে জানান, তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। এরপর ২ আগস্ট একটি হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, তাহলে আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ দেশে চিকিৎসা নেবেন, সেদিন উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁকফোকর রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে চিকিৎসার পেটার্ন পরিবর্তন করা সম্ভব।’

জামায়াত আমির বলেন, বাংলাদেশে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছিল যারা হাঁচি-কাশি দিলেই বিদেশে যায়, সেটির প্রতিবাদ। রাজনৈতিক মহলের বন্ধুদের বলবো, যে চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্তি নেই তাহলে সেই চিকিৎসার জন্য যান আপত্তি নেই। কিন্তু যে চিকিৎসা দেশেই রয়েছে তার জন্য যাওয়া উচিত নয়।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে যাওয়ার পর তিনি বসে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন। পরে তাকে হাসপাতলে নেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ