বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলায় নিন্দা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশে ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অগ্রণী কেন্দ্র। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিটি অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে এ মাদ্রাসার অবদান সর্বজনবিদিত। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শতাধিক ছাত্র আহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা বলেন, আমরা লক্ষ্য করছি—এই হামলাকারীদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কার্যকলাপ ছিল পরিকল্পিত উস্কানি ছাড়া কিছুই নয়। মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানসমূহে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।

নেতৃদ্বয় আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি—অবিলম্বে হামলাকারী এবং অনলাইন-অফলাইনে হামলার উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননা বা আক্রমণের সাহস না পায়।

তাঁরা আহত ছাত্রদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান—ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানানো, বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তি-সৌহার্দ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা।

তাঁরা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—হাটহাজারী মাদ্রাসার ঐতিহ্য ও ত্যাগ কখনো ব্যর্থ হবে না। হামলাকারীরা যেখান থেকেই আসুক না কেন, তারা যেন সঠিক পথে ফিরে আসে—সেটিই হবে জাতির জন্য কল্যাণকর।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ