শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

মতবিনিময়ে জামায়াত আমির বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর মতো আমরাও ফিলিস্তিনের সঙ্গে গভীর ও চিরস্থায়ী সম্পর্ক অনুভব করি। ইসরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনে লাখো ফিলিস্তিনি নারী-শিশু শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। বর্তমানে গাজায় খাদ্য অবরোধের কারণে দুর্ভিক্ষ চলছে এবং হাজারো নিরীহ মানুষ অনাহারে প্রাণ হারাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়ে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার পরিকল্পনা করেছে, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির পরিপন্থী। এটি কেবল ফিলিস্তিন নয়, সমগ্র বিশ্ব শান্তি ও মানবতার জন্য হুমকি। তাই জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপ করতে হবে।”

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, “গাজার মজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশবাসীর প্রতি আমরা গভীর কৃতজ্ঞ। বিশেষ করে জামায়াতের অব্যাহত সমর্থন ও সহযোগিতা ফিলিস্তিনিদের সংগ্রামে শক্তি জুগিয়েছে। ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ