শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নুরুল হক আজ বাসায় ফিরলেও মঙ্গলবার অন্য একটি হাসপাতালে তার নাকের অস্ত্রোপচার করা হবে। চিকিৎসার প্রয়োজনে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের আগে তিনি আপাতত বাসায় ফিরেছেন।”

তিনি আরও জানান, “নুরুল হক এখনও হাঁটাচলা করতে পারছেন না। নাকের হাড় ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতেও কষ্ট হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতিতে আরও কিছুদিন সময় লাগবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ বহুজন আহত হন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং বিশেষজ্ঞদের নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ