সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক নতুন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৭০, জামায়াতের ১৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা উস্তাদে মুহতারাম ছিলেন সুন্নতের পথে এক আলোকবর্তিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ আপাতত চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

পিআর নিয়ে আন্দোলনে নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো কিছুই তারা মেনে নেবে না।

রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির ৩১ দফায় আগে থেকেই আছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। যে বিষয়গুলো একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে।
 
মির্জা ফখরুল বলেন, নতুন ধারণা পিআর নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্কার কমিশন সেই প্রস্তাব আনেনি, এনেছে রাজনৈতিক কয়কেটা দল। পিআর নিয়ে কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা৷ পিআর জনগণ গ্রহণ করবে না। বিএনপি আগেই বলেছে এটা হবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ গ্রহণ করবে না।
 
তিনি বলেন, জনগণ নির্বাচন দেখতে চায়, যার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। ১৪ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে, জনগণ তা বিশ্বাস করে না। তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে।

তিনি আরও বলেন, ‘একটা অনুরোধ, যে সুযোগ দেশের মানুষ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, সেই সুযোগ আবার যেন না হারাই। কিছু মানুষ চেষ্টা করছে একাত্তরকে ভুলিয়ে দিতে। একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি। অনেক ষড়যন্ত্র আছে। তাকে পরাজিত করার শক্তি দেশের মানুষের আছে।’, যোগ করেন বিএনপি মহাসচিব। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ