সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক নতুন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৭০, জামায়াতের ১৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা উস্তাদে মুহতারাম ছিলেন সুন্নতের পথে এক আলোকবর্তিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ আপাতত চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিশাল র‍্যালি ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ

৫ দফা দাবি আদায়ে আজ রবিবার (১২ অক্টোবর, ২০২৫) দুপুরে ঝিনাইদহ শহরে এক বিশাল র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 'জুলাই সনদ' বাস্তবায়ন এবং দেশে 'পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন' চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এই র‍্যালি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই দাবির মুখে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।

জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া এই র‍্যালি মুহূর্তেই হাজারো নেতাকর্মীর ভিড়ে এক গণজমায়েতে পরিণত হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের প্রধান প্রধান অংশ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শেষে, তাদের 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' ০৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। দেশের শীর্ষ নীতিনির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছানো নিয়ে এখন চলছে জোর আলোচনা।

এর আগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়াল, মজলিসে সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমানসহ অন্যান্য শীর্ষ নেতারা। নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, জনগণের এই দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে। তাদের এই ৫ দফা দাবি এখন 'টক অফ দ্য কান্ট্রি'তে পরিণত হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের এই নতুন চাপ সৃষ্টিকারী কর্মসূচি দেশের অন্তর্র্বর্তী সরকারের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ