সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক নতুন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৭০, জামায়াতের ১৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা উস্তাদে মুহতারাম ছিলেন সুন্নতের পথে এক আলোকবর্তিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ আপাতত চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  সেইসঙ্গে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

‎‎মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন। হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা নিহত-আহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসে নিহত হয়েছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় তাদের পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারব না।’

তিনি বলেন, ‘তারপরও আমরা সমবেদনা প্রকাশ করি। আল্লাহর দরবারে দোয়া করি। আলাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা পান। তাদের মৃত্যুর এ ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষমতা নাই।’

সরকারের প্রতি আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘যেসব শ্রমিক আজ নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াবে। তাদের আর্থিক সহায়তা দেবে। এ অগ্নিকাণ্ডের পেছনে যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

‎‎জামায়াত আমির আরও বলেন, ‘সরকারের কাছে আমি দাবি জানাই, এরা স্বল্প আয়ের নিরীহ মানুষ। পেটের তাগিদে এখানে এসেছিলেন। নুন আনতে যাদের পানতা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টি দিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরাও তাকাবেন।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ