সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক নতুন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৭০, জামায়াতের ১৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা উস্তাদে মুহতারাম ছিলেন সুন্নতের পথে এক আলোকবর্তিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ আপাতত চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

দেশটাকে বাঁচান, বিভেদ সৃষ্টি করবেন না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। যারা এসবের দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়।

আজ বুধবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না।

তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। আমি আপনাদের ছেড়ে যাইনি। ভুলে যাবেন না, মার্কাটা হলো ধানের শীষ।’বাংলাদেশের পণ্য

বিএনপি মহাসচিব বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।

মির্জা ফখরুল বলেন, অতীতে সরকারে ছিলাম, কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেয়া হবে।

এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ