সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক নতুন জরিপে বিএনপির জনপ্রিয়তা ৭০, জামায়াতের ১৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা উস্তাদে মুহতারাম ছিলেন সুন্নতের পথে এক আলোকবর্তিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ আপাতত চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আমি নিজে আয়নাঘরে ছিলাম : আমির হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে বলে রাখি, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে কেউ বুঝতে পারবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই ৫ দফা দাবি।

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনের সময় এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত। 

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যেসব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াতে ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এ সময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ