শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এ দেশ কোনো মানুষের নয়, মহান আল্লাহর। তাই এ দেশে চলবে আল্লাহর আইন। আমরা চাই কুরআন কে আগামী জাতীয় সংসদে নিয়ে যেতে, যাতে এদেশের আইন-কানুন ও নীতিমালা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকের শাসন করার কারণেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

তিনি বলেন, জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদ সমর্থন করেননি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্রব্যবস্থা।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ এবং সব দলের প্রতিনিধিত্ব থাকে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হতে পারে না।আগে গণভোট, পরে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেমন ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ