শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী আংশিক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় জয়াগ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে বক্তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, দেশের জনগণ চায় একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ। তিনি বলেন, “যে কোনো নির্বাচনের আগে সমান সুযোগের নিশ্চয়তা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং জনগণের ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে হলে প্রার্থীদের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায়, জনগণ একতরফা নির্বাচনের প্রতি আস্থা রাখবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের পরিচালক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসন সচিব মাওলানা মো. আক্তার হোসেন।

স্বাগত বক্তব্য দেন সোনাইমুড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমীর হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমীর আবুল হোসেন রাজন, এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম ও ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সহসভাপতি হারুনুর রশিদ, সোনাইমুড়ী পৌর ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ