শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধীতা করা হয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি। যেখানে রোনাল্ড রিগ্যানকে বলতে শোনা যায়, ‘বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’ উক্তিটি রিগ্যানের ১৯৮৭ সালে দেওয়া একটি ভাষণের অংশ।

বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে অ্যাখ্যা দেন। লিখেন, ‘কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করেছে।’ একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘তাদের (কানাডা) নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ।’

কানাডার কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ওয়াশিংটন শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা শুল্ক আরোপ করে। গত আগষ্টে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ