শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আগামী ১৫ নভেম্বর এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের সদস্য সচিব আল্লামা মহিউদ্দীন রব্বানীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মহাসম্মেলনের দাওয়াত নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম। এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ কাশফী।

প্রসঙ্গত, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন আহবান করা হয়েছে। উক্ত মহাসম্মেলনে বিশ্বের খ্যাতিমান ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম দাওয়াত গ্রহণ করেছেন। সৌদি আরব, মিশর, পাকিস্তান, ভারতসহ আরও বিভিন্ন দেশের একাধিক বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম এই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ