ঢাকা-৫ এলাকাকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আমার লক্ষ্য হলো স্বপ্নের ঢাকা-৫ নির্মাণ, যেখানে থাকবে চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, নিশ্চিন্তে বাড়ি নির্মাণের সুযোগ এবং দলীয় প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। মশা নিধন, গ্যাস, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপের পাশাপাশি, তরুণ-যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টার হতে যাত্রাবাড়ী পর্যন্ত নির্বাচনী গণসংযোগ কর্মসূচি 'পরিবর্তনযাত্রা' অনুষ্ঠিত হয়। পরিবর্তনযাত্রায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হাজী মো. ইবরাহীম।
‘আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছি,’ এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায্যতা ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। জনতার সুখ-দুঃখ ও সংগ্রামে প্রাচীর হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি নিজেকে আপনাদেরই একজন এবং সত্যিকারের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাই। আমি আহ্বান জানাই, সকলে একযোগে পরিবর্তনের আওয়াজ তুলুন, কারণ "আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার রাত কেটে যাবে, ইনশাআল্লাহ।"
তিনি আরো বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হয়েছি, যেখানে প্রতিকূল পরিবেশেও জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। কাউন্সিলর থাকাকালীন আমি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরকারি বরাদ্দের ব্যবহার নিশ্চিত করেছি এবং কোনো অবৈধ অর্থ গ্রহণ করিনি। আমার বিশ্বাস, নীতি-নৈতিকতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমেই সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়।
এসময় তিনি ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীবাসীকে সাথে নিয়ে একটি মডেল ও আধুনিক ঢাকা-৫ গড়তে টেকসই পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে এই অঞ্চলে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা আমাদের ভাগ্যের প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন আনতে পারেনি। তাই এবার আমাদের শপথ নিতে হবে একটি টেকসই পরিবর্তনের। সেই লক্ষ্যেই আপনাদের সাথে নিয়ে আজকের পরিবর্তনযাত্রা শুরু হলো।
পরিবর্তনযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি ও ঢাকা ৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, সমন্বয়ক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা উত্তর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এলএইস/