রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মতিঝিলে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

শুরা অধিবেশনে নয়টি প্রস্তাব গৃহীত হয়। সেগুলো হলো-

প্রস্তাব নং–০১: সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন:

এই শূরা অধিবেশন ঘোষণা করছে যে, সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ঘোষণাপত্র পুনরায় সংযুক্ত করতে হবে।

কুরআন ও সুন্নাহবিরোধী সকল আইন, বিধি ও নীতিমালাকে অকার্যকর ঘোষণা করার ধারা সংবিধানে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এখন সময়ের দাবি।

প্রস্তাব নং–০২: আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ:

শূরা লক্ষ্য করেছে, আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি ও অবমাননার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণের দাবি জানানো হচ্ছে— যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়।

প্রস্তাব নং–০৩: জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও গণভোটের দাবি:

শূরা সিদ্ধান্ত গ্রহণ করে যে, জুলাই সনদকে জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিতে হবে।

এই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে এবং জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করতে হবে।

এর মাধ্যমে জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতে জুলাই সনদের নীতি ও লক্ষ্যসমূহ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের পথ সুস্পষ্ট হবে।

প্রস্তাব নং–০৪: ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিধন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ:

শূরা অধিবেশন গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত গণহত্যা এবং ভারতে মুসলিম নিধনের ঘটনায় তীব্র নিন্দা জানায়।

একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ, ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানায়।

এছাড়া, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়।

প্রস্তাব নং–০৫: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা:

শূরা মনে করে— কাদিয়ানী সম্প্রদায় হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে অস্বীকার করে শরীয়তের দৃষ্টিতে ইসলামবিরোধী পথ অবলম্বন করেছে।

যেভাবে বহু মুসলিম দেশ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

প্রস্তাব নং–০৬: সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার:

শূরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে— সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের হত্যা অব্যাহত রয়েছে, অথচ সরকারের কূটনৈতিক কার্যক্রম অত্যন্ত দুর্বল।

শূরা সীমান্ত হত্যা বন্ধে সমতার ভিত্তিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানাচ্ছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে মানবিক মর্যাদাভিত্তিক সম্পর্ক পুনর্গঠনের তাগিদ দিচ্ছে।

প্রস্তাব নং–০৭: ইসকনসহ সকল হিন্দুত্ববাদী আগ্রাসন মোকাবেলা:

দেশের বিভিন্ন স্থানে ইসকন ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাধ্যমে মসজিদ, ইমাম ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের উদ্বেগজনক ঘটনা ঘটছে।

শূরা এসব কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে সরকারকে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে এসব আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।

প্রস্তাব নং–০৮: পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্তির প্রতিবাদ:

শূরা পশ্চিম তীরকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা ও সংযুক্তিকরণের সকল পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

এটিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ঘোর লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিশ্ব জনমত ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।

প্রস্তাব নং–০৯: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান:

এই শূরা অধিবেশন ঘোষণা করছে— ইসলামী খেলাফত ব্যবস্থাই পৃথিবীতে ন্যায়বিচার, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

তাই সারা বিশ্বের মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ