রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ঘোষণা করা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এই শর্ত না মানলে দেশের জনগণ তা মেনে নেবে না।

শনিবার (২৫ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আট দল ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী,  এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহসিনুল হাসান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা এহসানুল হক প্রমুখ।

মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি কেবল আমাদের দলের দাবি নয়—এটি দেশের জনগণের প্রাণের দাবি। আমরা সমমনা দলগুলোর সঙ্গে মিলিত হয়ে এ দাবি আদায়ে আন্দোলনে আছি। জনগণের দাবি মানতে সরকার গড়িমসি করলে আমরা শক্তভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবেই আমাদের দাবিগুলো তুলে ধরছি; সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আশা প্রকাশ করেন, সরকার আমাদেরকে সেই পথে ঠেলে দেবে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা দেশে পরিবর্তনের জন্য প্রাণ ও রক্ত দিয়েছেন—তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করার দায়িত্ব বর্তমান সরকারেরই। যে শহিদদের রক্তে এই সরকারের বৈধতা, সেই শহিদদের রক্তের সাথে গাদ্দারি করলে ইতিহাস তাদের নির্মমভাবে বিচার করবে—এমন মন্তব্যও করেন তিনি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ